কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

কক্সবাজার

৩০ মার্চ ২০২৩, ০৭:০২ এএম


কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু 

কক্সবাজারে বেড়াতে আসা ভারতীয় নাগরিক কুলালচন্দ্র সিং (৭৪) নামক এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকোর ৮০৪ নম্বর কক্ষ তার অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

নিহত পর্যটক ভারতের মনিপুরের ইম্ফলের বাসিন্দা। গত মঙ্গলবার তার পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন। 

তিনি নিহত পর্যটকের পরিবারের বরাতে বলেন, বুধবার রাতে সবাই বিচে যান। সেখান থেকে এসে তারা তাদের রুমে যান। নিহত পর্যটক বাথরুমে যাওয়ার ১ ঘণ্টা পরেও বের হচ্ছেন দেখে অন্যরা ডাকতে শুরু করেন। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাইদুল ফরহাদ/ওএফ

Link copied