যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলো প্রতিপক্ষ

সিলেটে সাজু মিয়া (২৭) নামের এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে জালালাবাদ থানার মোগলাগাঁও ইউনিয়নের লামা আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজু মিয়া ওই গ্রামের সিদ্দিক আলীর ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে সাজুর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা চালিয়েছেন প্রতিবেশী সমুজ আলী, ইদ্রিস আলী, ফিরোজ আলী এবং তাদের সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আগুনে ঝলসে যাওয়া সাজু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তুহিন আহমদ/এএম/এমএইচএস