কক্সবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

কক্সবাজার

০২ এপ্রিল ২০২৩, ০৬:৫৭ এএম


কক্সবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়ায় বজ্রপাতে সুনীল বড়ুয়া (৪৫) নামে এক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

সুনীল বড়ুয়া কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা দেয়। তারা বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছালে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে সুনীল বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সাইদুল ফরহাদ/ওএফ

Link copied