নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. নাঈম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হন শাহিদ মাতুব্বর নামের আরেক যুবক। নিহত নাঈম উপজেলার পাঙ্গাশিয়া এলাকার হাসান সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ভূরঘাটা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নামাজে যাচ্ছিলেন নাঈম ও শাহিদ নামের দুই যুবক। তারা সম্পর্কে বন্ধু হয়। তাদের মোটরসাইকেল সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের দিকে এলে তাদের বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হন। এ সময় স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় শাহিদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে।
কালকিনিত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাঈম নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত অপর যুবকের অবস্থা গুরুতর। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসান/আরকে