ঈদে বরিশালে ৬ স্থানে চেকপোস্ট, ঘাটে বিশেষ নিরাপত্তা

ঈদ উৎসব ঘিরে বরিশাল নগরীতে থাকছে বিশেষ নিরাপত্তা। ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ছয়টি স্থানে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
এ সময় ওয়াহিদুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিরত এবং ঈদের পরে মহাসড়কে চলাচল স্বাভাবিক এবং নিরাপদ রাখতে হাইওয় পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা আরও বাড়ানো হবে। ঈদে ঘরমুখো মানুষের নৌপথে যাতায়াত নিরাপদ রাখতে ৪০টি ঘাটে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাদক প্রতিরোধের বিষয়ে তিনি জানান, মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় ১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৪৯টি মাদক মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩ কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, ১০৫৫ পিস ইয়াবা, একটি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেন্সিডিল, ১২ লিটার চোলাই মদ, ৫ লিটার বিদেশি মদ ও ৬টি বিয়ার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরকে