করমজলে ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজননকেন্দ্রে ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। শনিবার (২০ মার্চ) সকালে বন্যপ্রাণি কেন্দ্রে কচ্ছপ লালন-পালন কেন্দ্রের পুকুর পাড়ে একটি কচ্ছপ ২৩টি ডিম দিয়েছে।
জানা যায়, ডিমগুলো ইনকিউবেটরে রাখা হয়েছে। ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে। এটি নিয়ে ২০২১ সালে করমজলে চারটি কচ্ছপ ডিম দিল। এ বছর আরও দুটি কচ্ছপের ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে।
করমজল কৃত্রিম প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় এই প্রজাতির কচ্ছপ খুব গুরুত্বের সঙ্গে লালন-পালন করি। বংশ বৃদ্ধির জন্য আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। এর আগে এখানে এই কচ্ছপ ডিম দেয়। সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে।
তিনি আরও বলেন, সকালে একটি কচ্ছপ ২৩টি ডিম দিয়েছে। বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো ইনকিউবেটরে রেখেছি। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। আমাদের এখানে বর্তমানে ৩ শতাধিক কচ্ছপ রয়েছে।
তানজীম আহমেদ/এমএসআর