নরসিংদীতে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের তাণ্ডব

নরসিংদীতে জেলা বিএনপির কার্যালয়ে গুলিবর্ষণ ও বোমা হামলাসহ ব্যাপক ভাঙচুর চালিয়েছে পদ বঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় কার্যালয়ের আশপাশের বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি হাসান নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে গুরুত্বর আহত করেন ছাত্রদল নেতারা। এমনকি, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করেন তারা।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আগামী ৮ই এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন, বেলাবো মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ বিএনপি নেতা-কর্মীরা ঘরোয়া সভা করছিলেন। এ সময় হঠাৎ বিএনপির পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পদবঞ্চিত নেতা-কর্মী বিএনপি অফিসে অতর্কিত হামলা চালায়।
ওই সময় বিএনপি কার্যালয়ের প্রধান ফটক ভাঙচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। এছাড়া জেলাখানার মোড়ে হাসান নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। একই সময় একটি বেসরকারি টেলিভিশন সাংবাদিকের মোটরসাইকেলসহ একটি অটোরিকশার শোরুম ভাঙচুর করেন বিএনপি নেতা-কমীরা।
এর আগে, জেলা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত ছাত্রদলের বহিস্কৃত নেতা-কর্মীরা। এরপর সদস্য সচিব মঞ্জুর এলাহী এসে বিকল্প উপায়ে কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন বলেন, পুলিশের প্রত্যক্ষ মদদে কিছু সন্ত্রাসী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায়। সে সময় তারা বিএনপির কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় পুলিশ উপস্থিত ছিল। হামলার পর পুলিশ সন্ত্রাসীদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করেন।
তিনি আরও বলেন, আমরা কি রাজনীতি করতে পারব না? মিটিং করতে পারব না? কোর্টে হাজিরা দিতে আসতে পারব না? যেখানে যাচ্ছি সেখানেই আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের ওপর হামলা হলেও পুলিশ আমাদের মামলা নেয় না। তিনি আরও বলেন, কেন্দ্র ছাত্রদলের কমিটি দিয়েছে। সেখানে জেলা বিএনপির কি করার আছে! এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির কিছু নেতা বিএনপিকে ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এবিএস