মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিচাপায় সহোদর দুই ভাইসহ তিন শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় সুন্দরগঞ্জ থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। শনিবার (২০ মার্চ) বিকেলে তদন্ত কমিটি গঠনের বিয়য়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ।
ইউএনও মোহাম্মদ আল মারুফ জানান, জেলা প্রশাসকের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবগত হয়েছি। মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় জমির মালিক ও সড়ক সংস্কারের প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতির বিষয়টি প্রাথমিকভাবে তদন্তে প্রতীয়মান হয়েছে। তারপরেও বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
এরআগে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে সহোদর দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা হলো– আব্দুল আলী (৭) ও তার ছোট ভাই আবির আলী (৪) এবং তাদের ফুপাতো ভাই রিফাত মিয়া (৩)।
নিহত আব্দুল আলী ও আবির আলী ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। রিফাত মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায়
ওই দিন রাতেই সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিসহ পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
মৃত শিশুর স্বজনদের অভিযোগ, অপরিকল্পিতভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটায় সড়কের পাশে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রিপন আকন্দ/এমএসআর