দুদকে অভিযোগকারীর পা ভাঙার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

ঘুষসহ দুদকের কাছে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী এস্কান্দার ঢালীর পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ আটজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে জেলার পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে পালং মডেল থানায় এ মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার, সেলিম শেখ, শামিম শেখ, রানা শেখ, মোস্তাফিজুর রহমান তাপস, শওকত শেখ, মো. রাজন খলিফাসহ অজ্ঞাত ৪/৫ জন। আসামিরা শরীয়তপুর সদর পৌরসভার কোটাপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বাদী এস্কান্দার ঢালী বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, কবির চৌকিদার ডেকে নেওয়ার পর সেলিম শেখ, শামিম শেখসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আমার বাম পা ভেঙে দেয়। এছাড়া ডান পায়ের হাঁটু, পিঠ, মাথা, মুখমণ্ডলসহ শরীরে মারাত্মক জখম করে। মারধরের সময় তারা আমাকে বলছিল, ‘বিসিকের কর্মকর্তার সঙ্গে ঝামেলা করেছিস কেন?’ অচেতন অবস্থায় আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা চলে যায়। এরপর স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে। মূলত বিসিকের শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করার কারণেই তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা করেছে। আমি প্রধানমন্ত্রীসহ দেশের মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জন্য আমার ওপর হামলার ঘটনার বিচার দাবি করছি।
এস্কান্দার ঢালীর স্ত্রী সুমি বেগম ঢাকা পোস্টকে বলেন, বিসিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঘুষ চেয়ে আসছিল এই কর্মকর্তা। ঘুষ না দিয়ে দুদকে অভিযোগ করার কারণে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তারা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে ফারুক চৌকিদার ও কবির চৌকিদারের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এস্কান্দার ঢালীকে মারধরের ঘটনা সত্য। দুদকে অভিযোগ করার কারণেই তার ওপর হামলা করা হয়েছে। এস্কান্দারকে দেখতে আমরা র্যাবসহ হাসপাতালে গিয়েছিলাম। তার পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এস্কান্দার ঢালীর পাশে আছি।
মামলার বিষয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, এস্কান্দারের ওপর হামলায় ঘটনায় আজ সকালে ফারুক চৌকিদার, কবির চৌকিদারসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।
এমজেইউ