ভারতজুড়েই বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে : লালথংলিয়ানা

ভারতজুড়েই বাংলাদেশের তৈরি পণ্য সমাদৃত বলে জানিয়েছেন ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ডা. লালথংলিয়ানা।
শনিবার (২০ মার্চ) বিকেলে সাভারের সীমান্তবর্তী গাজীপুরের জিরানিবাজার এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পণ্য ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে প্লাস্টিকের পণ্য বেশি জনপ্রিয়। আর চাহিদার দিকে খেয়াল রেখে এসব প্লাস্টিকের পণ্য বাংলাদেশ থেকে সরবরাহ করা হচ্ছে। শুধু মিজোরাম নয় গোটা ভারতে বাংলাদেশি পণ্য সমাদৃত।
রাজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা চট্টগ্রাম মিজোরাম রাজ্যের খুব কাছে। এছাড়া বাংলাদেশের মতো একই ধরনের হর্টিকালচার এবং এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে তাই আমরা বাংলাদেশের সঙ্গে সহজেই মেলবন্ধন করতে পারি।
বাংলাদেশের পণ্য সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের প্লাস্টিক পণ্য বিস্ময়কর। বাংলাদেশের কারখানায় অত্যাধুনিক মেশিনারিজ রয়েছে যা আমার ধারণার বাইরে ছিল। এ কারণে তাদের পণ্যের মান খুবই ভালো। আর সীমান্তবর্তী দেশ হওয়াতে সহজে পরিবহন ব্যবস্থার সুযোগ পাওয়া যায়। পণ্যের মান ভালো ও পরিবহন ব্যবস্থা ভালো হওয়ায় আমরাও সাড়া দিচ্ছি।
স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী বলেন, এর আগেও ২০১৬ সালে এ কারখানায় তৎকালীন মন্ত্রীর সঙ্গে এসেছিলাম। কারখানা পরিদর্শনে আবারও এসেছি। এসে বিস্ময়কর উৎপাদন দেখে আমি মুগ্ধ।
এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ন কবির বাবলুসহ অনেকেই।
প্রসঙ্গত, বেঙ্গল প্লাস্টিকস বাংলাদেশের বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে বেঙ্গল গ্রুপের ২৮টি কারখানা প্রায় ৫ হাজার প্রকারের পণ্য উৎপাদন করে এবং বেঙ্গল গ্রুপের উৎপাদিত পণ্য বিশ্বের প্রায় ৬০টি দেশে রফতানি হয়।
মাহিদুল মাহিদ/এমএএস