বকশীগঞ্জে সাংবাদিককে মারধরের পর অপহরণের চেষ্টা

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক ভোরের কাগজ ও আজকের পত্রিকার সাংবাদিক রাশেদুল ইসলাম রবিকে উপজেলা পরিষদে মারধর করে তুলে নেওয়ার চেষ্টার করার অভিযোগ উঠেছে জেলা পরিষদের সদস্য শিরা সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বগাচার ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তোলেন। পরে এ ঘটনায় একটি সংবাদ প্রকাশিত হয় ভোরের কাগজে। এ ঘটনার জেরে ওই সাংবাদিককে মারধর করা হয়েছে এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
মারধরের শিকার সাংবাদিক রাশেদুল ইসলাম রনি বলেন, দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যায়। তার ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করেন। এরপর তারা আমাকে অপহরণের চেষ্টা করে এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এখনও চিকিৎসাধীন। এ অবস্থায় এখনই মামলা করতে পারছি না। তবে আমি খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো। আমি আমার ওপর হামলাকারীদের বিচার চাই।
অভিযোগের বিষয়ে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার বলেন, সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই। রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এমএএস