রাসিক নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম তুললেন মেয়র লিটন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল ঢাকায় দলীয় প্রধানের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা এবং সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল বলেন, আমরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে খায়রুজ্জামান লিটনকে মনোনয়ন দেবেন। আমরা মহানগর আওয়ামী লীগ সিটি নির্বাচনে মেয়র লিটনের পক্ষে কাজ করব। আগামী বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম জমা দেব। এরপর রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবো।
মনোনয়ন উত্তোলনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, শাহাদাত হোসেন বাদশা, সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সরকার আসলাম ও আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহিনুল আশিক/আরএআর