রাজবাড়ীতে ইফতার মাহফিলে চেয়ার ছোড়াছুড়ি

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী শহরের রত্না কমিউনিটি সেন্টারে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলের শুরুতে এ ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল।
দীর্ঘদিন ধরে সমিতির সাংগঠনিক কোনো কার্যক্রমে স্বচ্ছতা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতির কাছে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব ও বিভিন্ন ওষুধ কোম্পানির অনুদান প্রাপ্তির বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানান সংগঠনের সাধারণ সদস্যরা।
জানা গেছে, বিকাল ৫টার দিকে আসর নামাজ শেষে সংগঠনের নেতারা রত্না কমিউনিটি সেন্টারে আসতে শুরু করেন। সংগঠনের সভাপতি শেখ মো. আব্দুর রউফ হিটু সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করেন। এ সময় সমিতির সাধারণ সদস্যরা সভাপতি শেখ মো.আব্দুর রউফ হিটুর কাছে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব ও বিভিন্ন ওষুধ কোম্পানির অনুদান প্রাপ্তির বিষয়ে জানতে চান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে চেয়ার ছোড়াছুড়ি করেন তারা। এতে চেয়ারের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইফতার মাহফিলে আগতদের ইফতার সামগ্রী দিয়ে ঘটনাস্থল ত্যাগের অনুরোধ জানায় পুলিশ।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ আব্দুর রউফ হিটু বলেন, সাধারণ সভার শুরুতে সংগঠনের উপস্থিত সদস্যদের আসনে বসতে বলি। এরপর সবার উদ্দেশ্যে বলি, আপনাদের যার যে প্রশ্ন আছে সবার কথা শোনা হবে। এখন আসর নামাজ মাত্র শেষ হল সবার আসতে হয়তো বা কিছু সময় লাগবে। এ কথা বলা মাত্রই তারা সুপরিকল্পিতভাবে সজল ও তুষারের নেতৃত্বে অন্যান্যরা আমাদের ওপর হামলা করে।
অভিযোগ অস্বীকার করে ওষুদের দোকান কিউ জামানের মালিক আতিকুজ্জামান সজল বলেন, বিকাল ৫টায় সভা শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত তারা (সভাপতির গ্রুপ) মাইক নিয়ে কথা বলতেছে। আমি বললাম আমাদের আর আধা ঘণ্টা সময় আছে। এখানে ৫০ থেকে ৭০ লাখ টাকার হিসাব। ফার্মাসিস্টদের লাইসেন্স দিয়ে ৬০ হাজার করে টাকা নিয়েছে ও বিভিন্ন সময় চাঁদা নেওয়া হয়েছে। আমরা এই টাকার হিসাব চাওয়াতে কথিত কমিটির সভাপতি হিটু ক্ষিপ্ত হয়ে তার ভাড়াটিয়ে বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কিছু ফার্মাসিস্ট আহত হন।
তিনি আরও বলেন, সাধারণ সভা ও ইফতারির নামে পূর্ব পরিকল্পিতভাবে সভাপতি তার সব অপকর্ম ঢাকতে এই হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই ও সুষ্ঠু বিচার চাই।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
মীর সামসুজ্জামান/আরকে