সুন্দরবনে নিখোঁজের ৬ দিন পর হিলটনের মরদেহ উদ্ধার

সুন্দরবনের বনরক্ষীদের তাড়া খেয়ে নিখোঁজের ছয় দিন পর হিলটন নাথ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন খালে অবৈধভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বন বিভাগের অভিযানের পর থেকে হিলটন নাথ নিখোঁজ থাকার অভিযোগ করে তার স্বজনরা।
নিহত হিলটন নাথ উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চিলা এলাকার মিঠুন নাথের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন।
হিলটনের চাচা শিপন নাথ অভিযোগ করে বলেন, গত শুক্রবার (৭ এপ্রিল) অফিস ছুটি থাকায় তার বড় ভাই সাগর নাথের সঙ্গে সুন্দরবনে মাছ শিকারে যায়। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষকসহ সঙ্গীয় সদস্যদের মারধরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিল হিলটন। নিখোঁজের ছয় দিন তার মরদেহের সন্ধান মেলে।
তবে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হিলটনকে মারধরের বিষয়টি অস্বীকার করে আসছিলেন। বন বিভাগের দাবি ছিল অভিযানের সময় এক জেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ৮ এপ্রিল আটক হওয়া তিন জেলেকে মামলা দায়ের শেষে আদালতে পাঠায় বন বিভাগ।
এমজেইউ