ভূমিহীনদের প্রকল্পে অনিয়ম-দুর্নীতি সহ্য করব না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করেন। সেসব প্রকল্প আমাদের বাস্তবায়ন করতে বলেন। আমরা তারই নির্দেশে কাজ করি।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, গৃহ ও ভূমিহীনদের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করব না। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দুর্নীতি করে তাহলে কঠোর ব্যবস্থা নেব।
ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বে করোনাভাইরাসের এক কঠিন পরিস্থিতি বিরাজমান। আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।
এ সময় পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুদন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ও উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারহ।
এএম