৩ মে থেকে সুনামগঞ্জে পরিবহন বন্ধের আল্টিমেটাম

সুনামগঞ্জে বিভিন্নস্থানে পরিবহন শ্রমিকদের নির্যাতন ও পরিবহনে চাঁদাবাজি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করা হয়।
আগামী ২ মে'র মধ্যে তাদের দাবি মেনে না নিলে ৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি সুজাউল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ জহিরুল ইসলাম।
বক্তারা জানান, গত ১২ মার্চ ছাতক উপজেলার বড়কাপন নামক জায়গায় দুজন পরিবহন শ্রমিককে বস্ত্রহীন করে বেধড়ক মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। পরে তারা দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলেও পুলিশ সাধারণ মামলা হিসেবে নেয়। যার কারণে আসামিরা সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। এছাড়াও ছাতক থানার ওসি তাদের অসহযোগিতা করছেন। সুনামগঞ্জ সদরে কার-মাইক্রোবাস স্ট্যান্ডে অবৈধভাবে কয়েকজন চাঁদাবাজি করছে। চাঁদাবাজির মামলা করার পরেও আসামিরা আইনের আওতায় না এসে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তাই আগামী ২ মে'র মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে ৩ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেন।
মানববন্ধনে জেলা বাস মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মনির আলী, সাংগঠনিক রজব আলী মোল্লা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক নজির হোসেন, সদস্য বিলালসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহানুর রহমান সোহান/আরকে