পিরোজপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ৩

পিরোজপুরের বঙ্গমাতা সেতুর কুমিরমরা প্রান্তে রডবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক জাহিদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম দক্ষিণ রাণীপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই এলাকার সিদ্দিক মাঝির ছেলে সজীব মাঝি (২৬), গনেষ দাসের ছেলে গৌরব দাস (২৮) ও মোকসেদ খাঁর ছেলে লিটন খাঁ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি রডবোঝাই ট্রলি কাউখালী থেকে পিরোজপুর আসার পথে বঙ্গমাতা সেতুর কুমিরমরা প্রান্তে সেতু সংযোগ সড়কে দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রডের চাপায় ঘটনাস্থলেই ট্রলির চালক মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রমজান আলী বলেন, তিনজনকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আবীর হাসান/এমজেইউ