কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩২) এবং ময়নামতি বিনন্দিয়ারচর এলাকার ভাড়াটিয়া ও বরুড়া উপজেলার পোমতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৪)।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, সোমবার দুপুরে নিউ জনতা নামে বাসটি কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। ক্যান্টনমেন্ট অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার পর বাসচালক এবং সহযোগী পালিয়ে যান। বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরকে