রংপুরে মতি প্লাজা মার্কেটে আগুন

রংপুর নগরীর মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মতি প্লাজা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চলে আসে। পরে সাব-স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের চেষ্টায় সর্বোচ্চ ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা পোস্টকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আসায় তেমন ক্ষতি হয়নি। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী নারী উদ্যোক্তা সামিউন নাহার ঢাকা পোস্টকে বলেন, মার্কেটের দ্বিতীয় তলার একটি জেনারেটরের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
মতি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন চৌধুরী ঢাকা পোস্টকে জানান, পুরো মার্কেটে কয়েকটি গোডাউনসহ ৩২টি দোকান রয়েছে। আগুনে পুরো ও আংশিক মিলে আটটি দোকানের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ