ঝালকাঠিতে এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির সময় আটক ২

ঝালকাঠির নলছিটিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি করার সময় পুলিশের হাতে দুজন আটক হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকলে তাদের আটক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জিরোপয়েন্টে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পেছন দিকের জানালার গ্রিল কেটে দুই চোর ভেতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সংঘবদ্ধ চোরচক্র। তাই এদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শরিফুল ইসলাম পলাশ/জেডএস