২৯৪ টাকার ভাড়া ৪০০, বাসকে জরিমানা

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করায় জরিমানা গুনতে হয়েছে শরীয়তপুরের সবচেয়ে বড় বাস কোম্পানি সুপার সার্ভিস লিমিটেডকে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশে ঈদে যাত্রীদের হয়রানি বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাত্রী মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাস্তা চলাচলের অনুপযোগী। বাসে ভাড়া বেশি নেয়। আমরা মাসের পর মাস কাজ করে চলতে হিমশিম খাই। অন্যদিকে ঈদের কয়েকদিনে বাস মালিকরা বেশি ভাড়া আদায় করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৪৬ সিটের বাসে শরীয়তপুর-ঢাকা (শরীয়তপুর-সায়েদাবাদ) রুটের ভাড়া ২৯৪ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বিভিন্ন কোম্পানি পদ্মা সেতু চালু হওয়ার পর মার্কেট ধরতে ২৫০ টাকা জনপ্রতি ভাড়া আদায় করতেন।
শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের শেয়ার হোল্ডার ও বাস মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঈদযাত্রায় শুধু ঢাকা থেকে যাত্রী আসে। শরীয়তপুর থেকে কোনো যাত্রী ঢাকা যায় না। দুই-চারজন যাত্রী গেলে তাদেরকে একটু বাড়িয়ে দিতে বলি তেল, টোল ও স্টাফ খরচের জন্য। ২৯৪ টাকার ভাড়া যখন ২৫০ টাকা নেওয়া হয়েছো তখন কোনো যাত্রী অভিযোগ করেননি। এখন বাড়িয়ে নেওয়ায় ম্যাজিস্ট্রেট এসে মোবাইল কোর্টে জরিমানা করেছেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ঢাকা পোস্টকে বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া ২৯৪ টাকার স্থলে ৪০০ টাকা আদায় করায় সুপার সার্ভিস বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদে যাত্রীদের অধিকার রক্ষায় শরীয়তপুর-পদ্মা সেতু সড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, ছিনতাই, ডাকাতিসহ কোনো প্রকার অপরাধ সংঘঠিত না হতে পারে সেজন্য সাদা পোশাকে প্রশাসনের কর্মকর্তারা সড়কে অবস্থান করছেন। এছাড়াও রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে যাত্রী পরিবহন করতে পারবে না।
আরএআর