সিলেট নগরীর উন্নয়নে গণমাধ্যমকর্মীরা অগ্রণী ভূমিকা রাখছেন

সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ মার্চ) রাত ৯টায় নগরের পূর্ব জিন্দাবাজারের সিলমার্ট কমপ্লেক্সের তৃতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা তাদের কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাদের পেশাদারিত্বে এই ক্লাবটি অনেক দূর এগিয়ে গেছে। এই ক্লাবের অগ্রযাত্রায় সব সময় পাশে ছিলাম এবং পাশে থাকব।
তিনি আরও বলেন, সিলেট জেলা প্রেসক্লাবে অনেক প্রবীণ সাংবাদিক আছেন। তাদের হাত ধরে নবীনরাও এগিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে জেলা প্রেসক্লাবের মাধ্যমে সিলেটের সাংবাদিকতাও সমৃদ্ধ হবে। সিলেট নগরীর উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীরা অগ্রণী ভূমিকা রাখছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ, সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, উজ্জ্বল মেহেদী, কার্যনির্বাহী সদস্য আবুল মোহাম্মদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন, আমিনুল ইসলাম রোকন, মিঠু দাস জয় সাবেক দফতর সম্পাদক মো. ইমরান আহমদ, সদস্য মামুন হাসান, রবি কিরণ সিংহ, সুব্রত দাস, রনজিৎ কুমার সিংহ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, সোহাগ আহমদ, অমিতা সিনহা, সাবেক নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. ইয়াহ্ইয়া মারুফ, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, ছাদেক আহমদ আজাদ, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
তুহিন আহমদ/আরএআর