ডিসেম্বরে রাজাকারদের তালিকা প্রণয়ন করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে। আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন।
এর আগে দুপুর ১টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করতে যান। বিকালে তিনি হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতে যাবেন। এরপর রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে নেত্রকোণার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
মাসুদ আহমদ রনি/এমজেইউ