সুই-সুতায় ফুটে উঠল স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পীদের অংশগ্রহণে নকশিকাঁথায় স্বাধীনতার ইতিহাস চিত্রায়ণ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এর আয়োজন করে জেলা প্রশাসন। নকশিকাঁথায় শিল্পীরা স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন ইতিহাস, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন চিত্র তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাহবুবা এ উৎসবে অংশ নেন। তিনি সুই-সুতার ফোঁড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি এঁকেছেন। ঢাকা পোস্টকে তিনি জানান, দেশব্যাপী চাঁপাইনবাবগঞ্জের নকশিকাঁথার সুনাম রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নকশিকাঁথার মাঝে স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলার উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
মহিলা সংস্থার শেফা খাতুনও এ উৎসবে অংশ নিয়েছেন। তার নকশিকাঁথায় স্বাধীনতাযুদ্ধের চিত্র তুলে ধরেছেন। ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ঢাকা পোস্টকে বলেন, নকশিকাঁথা চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিল্প, যা সারা দেশে বিখ্যাত। জেলা প্রশাসনের এমন উদ্যোকে সাধুবাদ জানাই।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। নকশিকাঁথার উৎসবে ৮০ জন নারী অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমি এ জেলায় আসার আগেই নকশিকাঁথার নাম শুনেছি। সুই-সুতোর ফোঁড়ে এ কাঁথা বানানো হয় নারীদের নিজস্ব হাতে। জেলার ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে এ উৎসব।
মো. জাহাঙ্গীর আলম/এনএ