যমুনায় নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে মো. শওকত সরকারের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ঘটনার তিনদিন পর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর রাতে স্বজনদের সঙ্গে মাছ ধরে ফেরার পথে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই এলাকায় নৌকা থেকে যমুনা নদীতে পড়ে ডুবে যান তিনি। শওকত সরকার বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান শওকত। ফেরার পথে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়েও তার সন্ধান পাননি।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় যমুনা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, নিখোঁজের তিন দিন পর শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শুভ কুমার ঘোষ/এসকেডি