প্রশ্ন ফাঁসের গুজব রটালে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে রোববার থেকে। সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কলেজ মাঠে সুধী সমাবেশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সেটার ব্যাপারে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে কলেজ মাঠে সুধী সমাবেশে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সামনের জাতীয় নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি। আমরা ধ্বংসের পথে, আগুন সন্ত্রাসের দিকে ১৯৭১, ১৯৭৫, ২০০৪ সালে যে সন্ত্রাস হয়েছে, সেদিকে যেতে চাই না। রাষ্ট্রক্ষমতায় এসে কেউ আগুন-সন্ত্রাস করুক, তা চাই না।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, পড়াশোনার পাশাপাশি তোমরা দেশকে নিয়ে ভাববে। দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে মায়ের মতো ভালোবাসবে।
দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও চর কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী প্রমুখ।
এসকেডি