আগুনে পুড়ে ছাই হলো ব্যবসায়ীর ৯০০ মণ পাট

মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যবসায়ীর পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুদামে থাকা ৬ হাজার কেজি তামাক এবং ৯০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন জানান, নওয়াপাড়া পূর্বপাড়ার দেলোয়ার হোসেনের নির্মানাধীন বাড়ির নিচতলার একটি অংশ ভাড়া নিয়ে গুদাম হিসেবে ব্যবহার করতেন। দীর্ঘদিন ধরে ওই গুদামে পাট এবং তামাকের ব্যবসা করছেন তিনি। গুদামে ৬ হাজার কেজি তামাক এবং ৯০০ মণ পাট মজুদ করা ছিল। গুদামে কোনো লোকজন না থাকায় দরজা তালাবদ্ধ রাখা হতো। বৈদ্যুতিক লাইনও নেই। রোববার মধ্যরাতে কোনো এক সময় গুদামের মধ্যে আগুন লেগে যায়।
পরে স্থানীয়রা টের পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই গুদামে থাকা সব পাট ও তামাক পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখেরও বেশি টাকার মালামাল পুড়ে যায়।
খোকন বলেন, কোনো এক সময় আমার ওপর শত্রুতা করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি এখন পথে বসেছি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।
স্থানীয় তমাক ব্যবসায়ী মহিত জানান, যেখানে কোনো লোকজন থাকে না এবং বৈদ্যুতিক সংযোগ নেই সেখানে পরিকল্পিত ছাড়া এটাকে অন্য কিছু মনে করা সম্ভব না। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা দরকার বলেও মনে করেন তিনি।
এ বিষয়ে বামুন্দি ফায়ার সার্ভিসের টীম লিডার স্টেশন অফিসার মো. ইছাহাক আলী বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের মধ্যে রাখা তামাক ও পাট পুড়ে গেছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন প্রর্যন্ত কেউ জিডি করেনি। অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
আকতারুজ্জামান/এবিএস