বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০২৬, বহিষ্কার ৩ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিল ১ হাজার ২৬ জন শিক্ষার্থী। এছাড়া নির্দেশনা পরিপন্থী কাজ করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, পরীক্ষা নির্দেশনা পরিপন্থী কাজ করায় বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ঝালকাঠি সদরের বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে ১ জন ও ভোলার চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জনকে বহিষ্কার করা হয়।
তিনি আরও জানান, বিভাগের ১৯০টি কেন্দ্রে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৮০০ জন। তবে শুরুর দিন বাংলা প্রথমপত্রে ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮৪ হাজার ২৭৯ জন। অর্থাৎ অনুপস্থিত ছিল ১ হাজার ২৬ জন।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলার ২৭৭ জন, এরপর ভোলার ২১৬ জন, পটুয়াখালীর ২০৮ জন, পিরোজপুরের ১২৩ জন, বরগুনার ১০৭ ও ঝালকাঠির ৯৫ জন।
সৈয়দ মেহেদী হাসান/এবিএস