১১০ রত্নগর্ভাকে সম্মাননা দেবেন মেয়র জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১১০ রত্নগর্ভাকে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ মার্চ) সকালে গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন মেয়র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল, মেডিকেল কর্মকর্তা রহমত উল্লাহ ও জ্যেষ্ঠ নগর পরিকল্পনাবিদ মো. মইনুল হোসেন।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গাজীপুর সিটির পক্ষ থেকে ১১০ রত্নগর্ভা নারীকে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ১০০ জন হবেন গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক এবং বাকি ১০ জন (মরণোত্তর) হবেন সিটির বাইরের বাসিন্দা। এ উপলক্ষে ৩১ মার্চ ভাওয়াল রাজবাড়ী মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের নিয়ে ডকুমেন্টারি তৈরি করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সিটি করপোরেশন ও সিটির বাইরে থাকা এসব নারীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৫ মার্চের মধ্যে সিটির সব ওয়ার্ড কাউন্সিলর, সচিবসহ সংশ্লিষ্টদের ওসব রত্নগর্ভার তথ্য নিতে বলা হয়েছে। ৩১ মার্চের অনুষ্ঠানে ১০ হাজার নারীর আসনের ব্যবস্থা থাকবে। এদিন আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শিহাব খান/এএম