পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ছয় শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীর বেগমগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে অনুমোদনহীন মুঠোফোন নিয়ে আসায় ছয় শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষককে কেন্দ্রে অনুমোদনহীন মোবাইল নিয়ে আসার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত পরবর্তী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দিয়েছেন।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেন, ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষককে পরীক্ষাকেন্দ্রের সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে এ বছরের আগামী পরীক্ষাগুলোতে কোনো দায়িত্ব দেওয়া হবে না।
প্রসঙ্গত, এ বছর নোয়াখালীর নয়টি উপজেলার ৭৪টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি, দাখিল ও ভোকেশনালে মোট ৪৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৮১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমজেইউ