ওমান থেকে বাড়ি ফেরা হলো না রিয়াদের

ভাগ্য বদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন রিয়াদ (২৭)। তিনি সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে মোটামুটি গুছিয়ে নিয়েছিলেন সংসার। আগামী জুনে দেশে ফিরে বিয়ের পরিকল্পনাও ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফেরা হলো না তার।
শুক্রবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে দুখুম এলাকায় ওয়েল্ডিংয় করার সময় ৩তলা ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি।
নিহত দেলোয়ার হোসেন রিয়াদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজিম খাঁ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে ওমান পাড়ি দেন রিয়াদ। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াদের বাবা আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার আদরের ছেলের আর বাড়ি আসা হলো না। সে অনেক স্বপ্ন দেখত। সব নিমিষেই শেষ হয়ে গেলো।
সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঢাকা পোস্টকে বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে রিয়াদ আজ কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছে ।
হাসিব আল আমিন/এসকেডি