অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর

পাবনার ঈশ্বরদীর দাশুরিয়া-পাকশী বিশ্বরোডে বালুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জামাত আলী প্রামানিক (৭০) নিহত হয়েছেন।
শনিবার (৬ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের মৃত চাঁদ আলী প্রামানিকের ছেলে। তিনি ছলিমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এছাড়া তিনি চরমিরকামারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে চরমিরকামারী স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আলী প্রামানিক বাড়ি ফেরার পথে চাঁদআলীর মোড় হয়ে মোটরসাইকেলে করে হাইওয়ে রোডে ওঠার সঙ্গে সঙ্গে পাকশী থেকে দাশুরিয়াগামী একটি বালুভর্তি ড্রামট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর মর্মান্তিক মৃত্যুতে শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া বালুবাহী ড্রামট্রাক জামাত আলীকে দ্রুত ধাক্কা দিয়ে সটকে পড়ে। হাজারো চেষ্টা করেও ভাইকে বাঁচাতে পারলাম না। তিনি অত্র অঞ্চলের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। রোববার সকাল ১০টায় মিরকামারী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, ড্রামট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী গুরুতর আহত হলে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা হবে। মরদেহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হস্তান্তর করেছে।
রাকিব হাসনাত/আরকে