খুলনা মহানগর বিএনপির ৪ থানায় সম্মেলন স্থগিত

খুলনা মহানগর বিএনপির ৪ থানার সম্মেলন স্থগিত করা হয়েছে। শনিবার (৬ মে) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বেগম রেহানা ঈসা ও সদস্য অ্যাডভোকেট নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না হওয়ার কারণে আগামী ৮, ৯, ১০ ও ১১ তারিখ পূর্বঘোষিত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য কারাগারে রয়েছে। যে কারণে ভোটার লিস্ট ফাইনাল করা সম্ভব হচ্ছে না। এজন্য আপাতত থানা সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে থানা সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় দলটি আগামী ৮, ৯, ১০ ও ১১ মে মহানগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরের দিন ৩০ এপ্রিল থেকে দলীয় কার্যালয়ে থানার সম্মেলন সম্পন্ন করতে কর্মকাণ্ড শুরু করেন দলটির নগর শাখার গঠিত নির্বাচন কমিশন। ১ মে রাতে খুলনা মহানগর বিএনপির আওতাধীন তিনটি থানার (খুলনা সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর) নির্বাচন তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
সর্বশেষ বুধবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছ থেকে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির তিন পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মোহাম্মদ মিলন/আরকে