দাখিলে প্রক্সি দেওয়ায় ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গেলে মশিউর রহমান (১৯) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ মে) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে পরীক্ষা চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ওই ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এতে মশিউর রহমান নামের ওই ভুয়া পরীক্ষার্থী উত্তর শ্রীপুর আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সৈকত মিয়ার পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অন্যজনের পরিবর্তে প্রক্সি দেওয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্র সচিব তাৎক্ষণিক আমাকে অবগত করেন। একইসঙ্গে ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
রিপন আকন্দ/কেএ