আজমত উল্লাকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুন মন্ডল

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (৮ মে) দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের আগে আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলের সমন্বয় কমিটির সিদ্ধান্তে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।
তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতা মির্জা আজম, সমন্বয় কমিটির প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নির্দেশে এবং গাজীপুরের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের পরামর্শে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। এজন্য দল থেকে আমাকে কোনো চাপ দেওয়া হয়নি। বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রেখে দলের স্বার্থে সমন্বয় কমিটির সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি।
মামুন মন্ডল বলেন, আমার ধারণা ছিল নারায়ণগঞ্জ সিটির মতো গাজীপুর সিটি নির্বাচনেও দলীয় কর্মীদের নির্বাচন করার সুযোগ থাকবে। দলের সিদ্ধান্ত এবং সমন্বয় কমিটির সিদ্ধান্ত মতে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে দলের মনোনীত মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাকে সমর্থন দিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। ৯ মে থেকে আমি ও আমার কর্মী-সমর্থকদের নিয়ে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচনী মাঠে গণসংযোগ এবং প্রচারণায় অংশ নেব।
তিনি বলেন, আমি মেয়র প্রার্থী থাকলে কর্মী সমর্থকদের নিয়ে যেভাবে প্রচার ও প্রচারণা চালিয়ে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতাম, সেভাবেই কর্মী সমর্থকদের নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমি দলের প্রার্থীর সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাব। গাজীপুরের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় গাজীপুর সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।
পরে আব্দুল্লাহ আল মামুন মন্ডল দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে সমর্থন জানিয়ে সোমবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (৮ মে) দুপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল অফিশিয়ালি তার প্রার্থিতা তথা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মামুন মন্ডলের মনোনয়নপত্র প্রত্যাহারের পর সোমবার দুপুর পর্যন্ত মেয়র পদে ৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিহাব খান/আরএআর