নারায়ণগঞ্জে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বৃহত্তম স্বর্ণালঙ্কারের মার্কেট হিসেবে পরিচিত কালির বাজার স্বর্ণপট্টি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ব্যবসায়ীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দলকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
রোববার (৭ মে) রাতে নগরীর কালির বাজার স্বর্ণপট্টি এলাকার এসি ধর রোডের নওয়াব প্লাজার ‘রূপসা অলঙ্কার’ নামক দোকানে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে রূপসা অলঙ্কার নামের একটি দোকানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযানে আসে। এ সময় তারা রূপসা অলঙ্কারের স্বত্বাধিকারী বিল্পব দাসকে আটক করলে খবর পেয়ে আশপাশের স্বর্ণ ব্যবসায়ীরা ডিবি পুলিশের ওই দলকে অবরুদ্ধ করে ফেলে। এ সময় অবরুদ্ধ হওয়া পুলিশের সদস্যরা বিষয়টি ব্যবসায়ীদেরকে বোঝানার চেষ্টা করলেও তারা মারমুখী হয়ে উঠে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি ও পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এই বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চুরি হয়ে যাওয়া স্বর্ণালংকার কেনার নিশ্চিত তথ্য পেয়েই বিপ্লব দাস নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অবরুদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা প্রথমে বাধা দেন। পরে তারা গোয়েন্দা পুলিশের দলকে কিছু সময় অবরুদ্ধ করে রাখে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছি। ওই অভিযান মামলার তদন্তের একটি অংশ বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
আবির শিকদার/এমজেইউ