ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হচ্ছে- উপজেলাটির উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪)। সিরাজুল উচাখিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ও পৃথিবী সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, বিকেলে ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নেমে পৃথিবী নামে এক কিশোরকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় ফয়সাল। এতে সে নিজেও নিখোঁজ হয়। পরে তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় রাত ৮টার দিকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
উবায়দুল হক/আরএআর