স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

জামালপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ব্যবসায়ী ইকরামুল ইসলাম শুভ্র মারা গেছেন। তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার (২৩ মার্চ) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
এর আগে, রোববার (২১ মার্চ) সকাল ১০টার দিকে জামালপুর পৌর এলাকার রশীদপুর গ্রামে শুভ্রের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘরে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী শিপ্রা বেগম। ইকরামুলের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।
ইকরামুলের ভাই সিফাত হোসেন বলেন, ইকরামুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যায় ইকরামুল।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইয়াছমিন ইকরামুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনী আরও সহায়তা দেওয়া হবে।
এসপি