২ দিন পর সাইদুরের লাশ ফেরত দিল বিএসএফ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নিহত সাইদুর রহমানের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি ও তাহিরপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সাইদুর তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মরদেহ হস্তান্তরের সময় লাউড়েরগড় বিজিবি ও তাহিরপুর থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন- লাউড়েরগড় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ রাজিবুল ইসলাম এবং ভারতীয় শিলং সেক্টরের ১১ বিএসএফ-এর ক্যাপ্টেন অরবিন্দ সিং ও ভারতীয় পুলিশের কর্মকর্তারা।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাজিবুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
কয়লা শ্রমিক সাইদুর রহমান সোমবার (২২ মার্চ) ভোরে যাদুকাটা নদীর ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা কুড়াতে যায়। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি ও পুলিশ রাত ৯টার দিকে আইনি প্রক্রিয়া শেষে সাইদুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এসপি