ফরিদপুরে করোনায় নারীসহ দুইজনের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।
ওই নারীর নাম হাফিজা বেগম (৬১)। তিনি ফরিদপুর সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের সালাম ব্যাপারীর স্ত্রী। সোমবার তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। অপরজন হলেন- নূর ইসলাম (৪৯)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাচিকাটা গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদালের ছেলে। বৃহস্পতিবার তাকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুরে করোনা আক্রান্তের হার দিন দিন বাড়ছে। গত সোমবার ৯২ জনের পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৩০। মঙ্গলবার ২৩৩ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। শনাক্তের হার ১১ দশমিক ১৭।
ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে ১২৩ জন মারা গেছেন।
তিনি আরও বলেন, করোনা শনাক্তের হার বাড়ছে। আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া এ বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। আমরা জনাকীর্ণ জায়গায় যাব না এবং সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলব।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম বলেন, আমাদের উদ্দেশ্যে হলো জনসাধারণকে করোনার বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা চাই না আর কারো প্রিয়জন এই মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাক।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারি নির্দেশে শহর ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইকিংসহ বিভিন্ন ধরনের করোনাবিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ ছাড়া কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৩৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৩ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫০ জন। করোনা টেস্টের হিসাব অনুযায়ী, জেলায় আক্রান্তের হার ২১.৩৯ ভাগ। এর বিপরীতে মৃত্যুর হার ১.৪০ ভাগ। এ পর্যন্ত জেলায় করোনা পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৮৯৩ জনের।
সিকদার সজল/এসপি