যমুনার পানি বাড়ায় ভাঙন আতঙ্কে মানুষ

জোয়ারে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব পাড়ে ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। এছাড়া সরিষাবাড়ী-ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ফলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে। তীরে বসবাসকারী লোকজন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত সময়ে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করনে স্থানীয়রা।
উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের ঔষধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু বলেন, জোয়ারে যমুনা নদীতে পানি বেড়েছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি আরও বাড়লে ভাঙন তীব্র আকার ধারণ করবে। এখন যদি ভাঙন বন্ধের ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। ভাঙনরোধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পিংনা ইউনিয়নের সদস্য মো. জামাল উদ্দিন বলেন, জোয়ারে যমুনা নদীতে পানি বেড়েছে। এতে যমুনার ভাঙন শুরু হয়েছে। ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
তবে এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যমুনায় গতকালের তুলনায় আজ ১৩ সেন্টিমিটার পানি কমেছে। পানি যদি কমে তাও ভাঙবে, আর পানি বৃদ্ধি পেলেও ভাঙবে। পানির লেভেল যদি স্থির থাকে তাহলে ভাঙবে না।
তিনি আরও বলেন, ভাঙনের বিষয়টি জানা নেই। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএস