ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুই ট্রাক খালে, সড়ক যোগাযোগ বন্ধ

Dhaka Post Desk

জেল প্রতিনিধি, খাগড়াছড়ি

২৬ ডিসেম্বর ২০২০, ০৪:১৭ পিএম


ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুই ট্রাক খালে, সড়ক যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুটি ট্রাক খালে পড়ে গেছে

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুটি ট্রাক খালে পড়ে গেছে। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ  হয়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালখালী খালের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পর বোয়ালখালী বেইলি ব্রিজের ওপর কাঠবোঝাই দুটি ট্রাক ওঠে। ট্রাক দুটির ওজন ধারণ ক্ষমতার বেশি হওয়ায় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে দীঘিনালার সঙ্গে মেরুং ও লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ার দুর্ভোগে পড়েছে দুই উপজেলার প্রায়  লক্ষাধিক মানুষ। লংগদুর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ রয়েছে। 

দীঘিনালা সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী বীরভদ্র  চাকমা জানান, ব্রিজে পাঁচ টনের বেশি যান চলাচল নিষেধ। তারপরও অতিরিক্ত কাঠবোঝাই করা অন্তত ৫০ টন ওজনের দুটি ট্রাক বেইলি ব্রিজে উঠে যায়। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। নতুন বিকল্প সেতু নির্মাণ করতে এক মাস সময় লাগতে পারে। 

আরএআর

Link copied