কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এনামুল হক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ মে) দুপুরে জুমার নামাজের পর জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক আলেখারচর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে এনামুল হক বের হলে জামায়াত-শিবির কর্মী কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে তার ছোট ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদুল মিলে এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে ফেলে গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে এনামুল হক মারা যান।
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ নেতা এনামুল হকের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির ও তার লোকজনের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণপাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদরাসার সেক্রেটারি ছিলেন এনামুল। কাজী জহির ও তার লোকজন দীর্ঘদিন ধরে এ মাদরাসা দখলের চেষ্টা করছিল। এছাড়া বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটি ভিডিও ভাইরাল হয়। এর জন্য তারা এনামুলকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ শেষে এনামুল বের হলে কাজী জহিরের উপস্থিতিতে তার ভাই আমানুলসহ জামায়াত-শিবির কর্মীরা এনামুলকে গলাকেটে হত্যার চেষ্টা করে।
পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/এমজেইউ