মাস্ক বিতরণ করলেন কাদের মির্জা

সারাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাস্ক বিতরণ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তিনি।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে। সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুস্থ রাখতে নিয়মিত মাস্ক পরার আহ্বান জানান তিনি।
এ সময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দর চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এসপি