নেত্রকোণায় বিএনপি কার্যালয়ে আ.লীগের ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার (২২ মে) দুপুরে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমানের লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।
তবে বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা শহরের ছোটবাজার এলাকায় থাকা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি নেতারা।
বিএনপির অভিযোগ, আওযামী লীগ নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার সময় কিছু নেতাকর্মী বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা আসবাপত্র বের করে কার্যালয়ের সামনের সড়কে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের ছোটবাজার এলাকায় থাকা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ অন্যরা।
সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী অভিযোগ করে বলেন, এইবার নিয়ে ৪০ বার নেত্রকোণা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে আর কোথাও এমনটি হয়েছে বলে আমার জানা নেই। এটি একটি বর্বর ঘটনা। এ ঘটনার প্রতিবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা শুনিনি এবং এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
জিয়াউর রহমান/আরকে