ছেলেকে কারাগারে দেখতে গিয়ে প্রাণ গেল বাবার

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে রাশেদ মাতুব্বর (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
রাশেদ মাতুব্বর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলিবেড়া গ্রামের মৃত রবুল্লা মাতুব্বরের ছেলে।
জানা যায়, গত ৩ মে ধর্ষণ মামলায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাশেদ মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বরকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। গতকাল সোমবার দুপুরে রাশেদ মাতুব্বর কয়েকজন স্বজনসহ ফরিদপুর জেলা কারাগারে তার ছেলেকে দেখতে যান। ছেলেকে কারারুদ্ধ অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার শহীদুল ইসলাম বলেন, মুমূর্ষু অবস্থায় রাশেদ মাতুব্বরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তী রাশেদ রোগীর স্বজনদের ইসিজি করে রিপোর্ট নিয়ে আসার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে ইসিজি করতে বের হয়ে রোগীর স্বজনরা আর হাসপাতালে ফিরে আসেননি। পরে শুনেছি তিনি মারা গেছেন।
ফরিদপুর কারাগারের জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া বলেন, একজন বাবা তার ছেলেকে জেলগেটে দেখতে আসেন। পরে তার ছেলেকে দেখার ব্যবস্থা করা হয়। শুনেছি পরে তিনি মারা গেছেন। তবে জেলগেট কিংবা জেলখানা চত্বরে এ ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশে তাকে (লিটন মাতুব্বর) মুক্তি দেওয়া হয়।
জহির হোসেন/এমজেইউ