ল্যান্ডফোন থেকে গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন : বিটিআরসি চেয়ারম্যান

সেবায় ব্যর্থ হওয়ায় গ্রাহকরা ল্যান্ডফোন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার।
তিনি বলেন, আমরা অভ্যাসের কাছে দায়বদ্ধ হয়ে গেছি। অনেকে তো ল্যান্ডফোন সারেন্ডারও করে দিচ্ছে। কিন্তু ল্যান্ডফোনের ব্যাপারে সবাইকে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (২৩ মে) টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্যাম সুন্দর সিকদার এসব কথা বলেন। বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, ল্যান্ডফোনের দিকে গুরুত্ব দেওয়া উচিত। ল্যান্ডফোনে মিনিট মাত্র ১০ পয়সা আর মোবাইল ফোনে ৬৫ পয়সা। ঘরের মধ্যে ল্যান্ডফোন আছে আবার মোবাইল ফোনও আছে। কিন্তু আমরা ল্যান্ড ফোনের কাছে যাই না। মোবাইল ফোন দিয়েই কথা বলছি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে কিংবা কেউ সাইবার ক্রাইম সংগঠিত করে, তখন নালিশের জায়গা বলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান আপনারা। আবার কিছু কিছু জায়গায় সাইবার সিকিউরিটি এজেন্সি আছে সেখানেও নালিশ করতে পারেন। তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের নলেজে বিষয়টি আসার পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই প্রমুখ।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর