গরু আনতে গিয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

পটুয়াখালীর কলাপাড়ায় মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে হাসান মোড়ল (৩৭) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি স্থানীয় একটি দ্বীনিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
জানা যায়, ফসলের মাঠে কাজ শেষ করে গরু আনতে যান শিক্ষক হাসান। যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাফিজুর রহমান বলেন, হাসান মোড়লের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে সেখানে।
এসএম আলমাস/আরকে