সিরাজগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

০৪ জুন ২০২৩, ১১:২১ পিএম


সিরাজগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুন) সকালে জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদারখাল গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি এক ব্যক্তির ভাসমান মরদেহ ও এনায়েতপুরে যমুনা নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে হেদারখাল গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ ভাসছিল। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সকাল ১১টার দিকে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর এলাকার যমুনা নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

শুভ কুমার ঘোষ/এবিএস

Link copied