‘বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নৌকার জন্য ভোট চাইছেন’

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন।
শনিবার (১০ জুন) দুপুরে বরিশাল প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনে অংশ নেওয়ায় রুপনকে গত ৪ জুন বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রুপন বলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তার প্রমাণ আছে। এছাড়া তার আপন ছোট ভাই শামীম নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা প্রকাশ্যে ফেসবুকে করছেন। নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর স্ত্রী লুনা আব্দুল্লাহ বিলকিস জাহান শিরিনের দূর-সর্ম্পকের ছোটবোন এবং দুজনের বাসা ১৬ নং ওয়ার্ডে। সেই সূত্রে আবুল খায়ের আব্দুল্লাহ বিলকিস জাহান শিরিনের দুলাভাই। এই সর্ম্পক ধরে দুলাভাইয়ের জন্য ভোট চাইছেন শিরিন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের দিক থেকে আমাকে কোনো সহায়তা করা হচ্ছে না। উল্টো আমার লোকজনকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
রুপন বলেন, আমার নামে অনেকে ফেক আইডি খুলে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি বলেছি মৃত্যু ছাড়া আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না। ভোটের দিন হয়তো অনেকে প্রচার-প্রোপাগান্ডা ছড়াতে পারে যে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। তা কেউ বিশ্বাস করবেন না। এর আগেও আমাকে দুদক হয়রানি করার জন্য ডেকে নিয়েছে। আমার নেতাকর্মীদের জেলে পাঠানো হচ্ছে। তারা চাইছে আমি যেন ভোট থেকে সরে দাঁড়াই। কিন্তু তা কিছুতেই সম্ভব না।
টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলেন, ভোটের ফলাফল যদি আমার ওপর চাপিয়ে দেওয়া না হয় তাহলে যে ফলাফলই আসুক আমি তা মেনে নিব।
তবে রুপনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, এই সমস্ত রুপকথার গল্প বলে কোনো লাভ নেই। আমার ৪০ বছরের রাজনীতির ক্যারিয়ারে নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করি। সেই জায়গা থেকে সরানোর জন্য তারা চেষ্টা করছে। সে (কামরুল আহসান রুপন) কেন, তার বাবারাই পারেনি। তার বাবা আহসান হাবিব কামালওতো বহিষ্কৃত নেতা ছিলেন। আর সেও রাজনীতিতে এসেই দলের সঙ্গে বেঈমানি করে বহিস্কৃত হয়েছে। দলের প্রতি আমার ভালোবাসা কোনো ষড়যন্ত্রই আমাকে সরাতে পারবে না। মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনের সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এর আগে মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করবেন সেই ইশতেহার ঘোষণা করেন রুপন। কামরুল আহসান রুপন ৩০ দফা ইশতেহারে মানবিক ও সবুজায়নের নগরী গড়ে তোলার ঘোষণা দেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর